তুমি চতুর!
       আমি ফতুর-
             তোমার চতুরতায়।
হাত বাড়ালাম,
         সব হারালাম,
             শুধু মুখের কথায়!


মিথ্যে ভাষণ,
        শুনেই আসন-
                দিয়েছিলাম বুকে।
নিভলো বাতি,
        তিমির রাতি-
                পেলাম যে সম্মূখে!


রাতের শেষে-
        উঠবে হেসে-
                জানি ভোরের আলো!
আশায় আশায়-
         সেই ভরসায়-
                 সইছি আঁধার কালো!!


তোমার মতো
         নীচে অতো
                নামবোনা এই আমি,
তোমায় সুখে,
          হাসি মুখে-
                 রাখুন অন্তযামী!


_______________________
# ১৬ আগষ্ট ২০১৫, লালমনিরহাট, বাংলাদেশ।