(শেখ হাসিনার জনসভায় নিহতদে স্মরণে)


এক.
হায়রে আমার অভাগী দেশ
হায় বাঙালী জাতি!
তাড়িয়ে দিয়ে পাক-হানাদার
পুষলি তাদের নাতি!


নাতি এখন মস্ত জোয়ান
ভেংচি কাঁটে দাঁতে,
সুযোগ পেলেই দিচ্ছে থাবা
হিংস্র নখর হাতে!


স্বভাব শুধু রক্ত পানের-
পশুত্ব প্রাণ তার;
সুযোগ পেলেই রক্ত খাবে-
ভেংগে মায়ের ঘাড়!


__<><>__<><>__


দুই.


: রক্তপায়ী-
রক্তে নামায় ঢল!
কোথা থেকে-
পাচ্ছে তারা বল?


: বল দিচ্ছেন বলবানে-
‘ঝাড়-ফু’ সব কানে কানে;
সংগঠিত-
হচ্ছে ক্রমেই দল!


: রুখতে হবে-
ওদের তৎপরতা;
খর্ব হবে-
নইলে স্বাধীনতা!