রাতের আঁধার চিরে যখন সূর্যটা দেয় উঁকি,
বল মা তখন মনটা আমি কেমনে ঘরে রুখি!


মন যে আমার যায় হয়ে মা মুক্ত ডানার চিল;
ডেকে বলে ‘দেখনা খোকন আকাশ কতো নীল!
পাখ-পাখালীর গানে গানে মুখর কতো বন!
বুনোফুলের সুবাসটা দেখ্  জাগায় শিহরণ!’


আবার বলে- ‘দেখনা এসে শিশির সবুজ ঘাসে-
সূর্যের আলো মেখে কেমন খিলখিলিয়ে হাসে!
দেখনা কেমন সাঁতার কাটে বালিহাসের ছানা!
মাছরাঙাটা নদীর জলে ক্যামনে ভিজায় ডানা!’


পাঁজি ছেলে! দুষ্ট ছেলে! যতোই বলো তুমি,
আমি তো মা দেখেই খুশী আমার জন্মভূমি!