(কবি কাজী নজরুল ইসলাম-এর মৃত্যু-দিবসে শ্রদ্ধাঞ্জলী)


ধ্রুবতারা! তুমি ছাড়া দিশেহারা জাতি আজ!
নিজ ঘরে বাস করে বিজাতির নাতি আজ!
তন্ত্রতে মন্ত্রতে ভীত ভারি শক্ত!
সন্ত্রাসে গণ ত্রাসে পান করে রক্ত!
কীট ভয়ে যায় ক্ষয়ে সুবিশাল হাতি আজ!!


ধ্রুবতারা! তুমি ছাড়া করবে কে গর্জন?
ঐভাবে কে শোনাবে জেগে ওঠা তর্জন!
ভক্তিতে শক্তিতে অসহায় বাঙাল!
দিনেদিনে ঋণেঋণে অভুক্ত কাঙাল!
কবে জানি হার মানি খোয়া যায় অর্জন !!


ধ্রুবতারা তুমি ছাড়া জাতি আজ অসহায়
তুমি বিনে এই দিনে সুখ সারি কে শোনায়?


_________________________
# ২৭ আগষ্ট ২০১৫, লালমনিরহাট।