কুটুম পাখি! কুটুম পাখি!
কুটুম আনো না!
বনে থাকো বনে ওড়ো
খবর জানো না!


বাবা গেছেন ঢাকা শহর
এইতো সেদিন সাঝে
মা গেছেন মিয়া বাড়ির
ধান ভানার কাজে।


সারাটা দিন উপোস আছি
ঘরে খাবার নাই।
আনলে কুটুম লজ্জাতে যে
মাথা যাবে ভাই!


কুটুম পাখি! কুটুম পাখি!
ধরি তোমার পাও!
কুটুম নিয়ে আজকে তুমি-
অন্য বাড়ি যাও।
______________________
মূল রচনা : ০৬ জানুয়ারী ১৯৮৭, ডেপুটি স্পীকারের কার্যালয়, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
কাঁটাকাঁটি : ২৯ আগষ্ট ২০১৫, লালমনিরহাট।