আমাদের বক্কর-
চেনে নাতো অক্ষর,
তবু বলে- পারিস তো-
ইংলিশে টক কর!’


ইংরেজি শুনে তার-
এমএ পাশ মানে হার।
হাত জোড় করে বলে-
‘স্টপ ইট! লক কর!


আমাদের বক্কর-
জানে নানা ফক্কর
বেশ-ভূষা দেখে তার-
মাথা দেয় চক্কর!


সরকারি দল করে-
তাই নিয়ে বল করে
কেবা আছে তল্লাটে-
ওকে দেয় টক্কর!


____________________________
রচনা: ১৮ আগষ্ট ১৯৮৮, নাখালপাড়া, ঢাকা।