বিরহের মেঘ যদি
তোমার কাজল চোখে-
কখনো বর্ষা নামায়,
পুরনো স্মৃতির ভীরে
একটু তাকিও ফিরে
খুঁজে পাবে বন্ধু আমায়!
মনে চাইলে-
করুনা করে শুধু
একবার ডেকে নিও কাছে।
কথা দিলাম-
দু’হাতে মুছে দিবো-
তোমার বেদনা যতো আছে!


তুমি পর হয়েছো,
আমি হতে পারবোনা কোনদিন।
তাইতো ভাবি শুধু-
কি করে গো শোধ হবে সেই ঋণ?
ঋণী আমি-
হিসেব তো থাকবে,
মানুষ আর কতোদিন বাঁচে!
কথা দিলাম-
দু’হাতে মুছে দিবো-
তোমার বেদনা যতো আছে!


______________
# ১০ অক্টোবর ২০১৫, লালমনিরহাট।