ওঠ্ বলতে আমরা উঠি
ছোট্ বলতেই ছুটি;
ওনার হাতে আমরা যেনো-
শুধুই দাবার ঘুটি!


কর্ম ওনার  হুকুম ওনার,
পেটে-ভাতে আমরা শোনার;
একটু হলে এপাশ ওপাশ-
ধরেন চেঁপে টুটি।
উনি হলেন রাঘব বোয়াল-
আমরা চুনোপুঁটি!


হাট্ বলতে আমরা হাটি,
থাম্ বলতেই থামি;
ওনার বোঝা মাথায় নিয়ে-
রাত্রি-দিনে ঘামি।


ঘামে ঘামে রক্ত পানি,
মুক্তি তো নেই সেটাও জানি;
এই আঁধারে হবে নাকো-
আলোর লুটোপুটি;
আমরা যতোই জিহাদ করি,
গর্জে যতোই উঠি!


___________________
# রচনা : ১১ সেপ্টেম্বর ২০০৩, লালমিনরহাট।
কাটাকাটি :  ১১ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।