রাজনীতি আর সম্প্রীতি যে-
শত্রু এখন দুই-এ
স্বার্থ নাচে তা-ধিন ধি-না
দাঁড়িয়ে বসে শুইয়ে!
বাঁচলে নিজে বাপের নাম,
এই কথাটার- ভীষণ দাম
নৈতিকতা-  মানবতা-
সব ফেলেছি খুঁইয়ে!


পরের ধনে পোদ্দারীটা-
এখন আমার নেশা!
দুর্নীতিকেই নীতি বানাই
এটাই এখন পেশা।
যাকেই দেখি ভালো চলে,
টেনে নামাই সু-কৌশলে
প্রশাসনেও  আমার আছে-
অবাধ মেলামেশা।
________________
# ১২ মে ২০১৫, লালমনিরহাট।