মিলি-
তুইনা আমায় ভালোবেসে-
মনটা দিয়েছিলি!


তখন বয়স কতোরে তোর?
এগারো না বারো?
আচ্ছা নাহয় যোগ করে দেই
একটি বছর আরো!
আমার বয়স পঁচিশ তখন
কিংবা বেশী তারও!


সেবার ভীষণ বর্ষা ছিলো,
বৃষ্টি ভেজা রাতে-
হঠাৎ এলি আমার ঘরে-
একটি কাগজ হাতে!
ড্রয়ার খুলে রাখলি তাতে-
বলছি- কীরে -ক!
অমনি তুই পালিয়ে গেলি
বের করে হই থ!


লাল কালিতে লিখেছিলি-
''মনটা তোমায় দিলাম!''
আরে বোকা আমি কী আর-
তোর বয়সের ছিলাম?
কেমন করে বলবো-তোকে
আপন করে নিলাম!

তোর সেকথা মনে হলে-
আজো আমি হাসি!
করবি কী রে বলিই যদি-
''তোকেই ভালোবাসি?''
কিম্বা এখন টোপর মাথায়-
তোর বাড়িতে আসি!!


______________________
# ২২ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।