তুমি ছিলে রঙের পুতুল
বুঝেছি তা আমি এতোদিনে;
হৃদয়ের দাম দিয়ে আমি-
দুঃখ নিয়েছি শুধু কিনে !!


এজীবনে যতো ছিলো আশা-
সব তার গেছে হারিয়ে,
কতো সমুদ্র পেরিয়ে আমি-
আজো সৈকতে আছি দাঁড়িয়ে!
ভুল কী আমারই ছিলো শুধু
আজো নিতে পারিনি গো চিনে!!


কী এমন প্রয়োজনে তুমি-
করে গেলে এতো অভিনয়?
তাতে কী আমার শুধু একা-
হয়েছে কেবলই পরাজয়?
তোমার হৃদয়খানি ও-কী
জড়ায়নি আদৌ কোন ঋণে?


____________________
#০৬ জুলাই ১৯৯৮, তাইপে, তাইওয়ান।