হারিয়েছে হারাধন-নীল শার্ট গায়,
হাফপ্যান্ট পড়া ছিল, লাল জুতো পায়!
সারা গাঁয়ে হই হই,
খোঁজো খোঁজো গেলো কই!
বার বার দাঁতে খিল, অজ্ঞান মায়।
খোঁজ করে শত লোক, খোঁজে ডানে বায়!


বেলা ডুবু ডুবু হয়, পশ্চিমে বাঁকে।
গোয়ালেতে মুরগীটা কক্ কক্ ডাকে।
হারাধনের কাকীমায়,
সেই দিকে যেই যায়,
চিৎকার করে বলে-পেয়েছি গো তাকে!
যেই আসে, সেই দেখে হা- করে থাকে!


ঘুমে অচেতন ছিলো হারাধনটা।
মুরগীর ডিমে সে দিচ্ছিলো তা!
ডিম ফুটে হবে ছানা!
চিঁউ-চিঁউ তা-না-না-না!
ছুটে এসে কোলে তুলে নেয় তারে মা!
যেই শোনে সেই হাসে হাঃ হাঃ হাঃ !!


_____________________
# ০২ সেপ্টেম্বর ২০১৫, লালমনিরহাট।