তুমি আগুন-
নাকি আগুন চাঁপা ছাই!
আমি ভেবে দেখি নাই!
শুধু অবুঝের মতো-
বাড়িয়ে দিয়েছি হাত।
তুমি পুড়িয়েছো নির্ঘাৎ!


তুমি সাগর হয়ে-
ডেকেছো এবুকে আসো-
সুখের জোয়ারে ভাসো!
নির্বোধ আমি সাঁতার না জেনে
তোমাতে দিয়েছি ঝাপ!
আজ শুধু অনুতাপ!


___________________
# ০৯ অক্টোবর ২০১৫, শ্রীনগর, মুন্সিগঞ্জ।