ইড়ল বিড়ল চিড়ল পাতা,
স্বর্ণামণির অঙ্ক খাতা।
অঙ্ক খাতায় দশটি ফুল-
শাপলা, জবা, জুঁই, বকুল,
কেয়া, গাঁদা, গোলাপ, বেলী,
হাসনাহেনা আর চামেলী!


ইষ্টি বৃষ্টি মিষ্টি দই!
স্বর্ণামণির ছয়টা বই!
বইয়ে যতো গল্প-ছড়া,
স্বর্ণা মণির সবটা পড়া।
তবু চোখে নেই তো ঘুম;
পাশের বাড়ি পুজোর ধুম!


ইচিং বিচিং চিচিং চা!
সামনে আছে পরীক্ষা!
চাই পরীক্ষায় ভালো ফল
পড়ছে স্বর্ণা অর্নগল!


___________________  
# ১৪ অক্টোবর ২০১৫, লালমনিরহাট।