সরকারী লোক উনি- দরকারী খুব!
কাজ ছেড়ে অ-কাজে দেন শুধু ডুব!
দেখে-শুনে আমরাও থাকি শুধু চুপ!


আমরা তো জনগণ- “শান্তনু ঘোষ!”
চুপথাকি, ঢেকেরাখি তার সব দোষ!
বিষধর সাপ উনি- করে যদি ফোস্!


"শান্তনু ঘোষ"- খোঁজি শান্তির ঘুম!
চাইনা তো কক্ষনো টুটে যাক ওম!
করুক সে হামতাম, থাকি নিঝ্ঝুম!


ওনার আছে অর্থ, ক্যাডারের দল-
আচার-আচরণে- ভারি উৎশৃঙ্খল!
ইশারায় বইয়ে দেন- রক্তের ঢল!


কে যায় যাক- রে দুই পায়ে দলি!
প্রতিবাদ করলেই হতে হবে বলী!
শুধু প্রাণ বাঁচাতে-  সমঝেই চলি!


রাত যায় দিন আসে দিন গিয়ে রাত!
এক দিন পেতে দিব ঘুঘু ধরা ফাঁদ
সহসাই থেমে যাবে ওনার উৎপাত!


____________________
# ১৭ অক্টোবর ২০১৫, লালমনিরহাট।