সুচরিত বন্ধু_একরাশ প্রীতি!
অতঃপর কামনায়, সুপরিস্থিতি!
এই কিছুক্ষণ আগে-চিঠি পেয়ে হাতে,
বার কয় পড়লাম, কী মুগ্ধ তাতে!
একখানা কবিতা- ঠিক যেনো তাই,
মনে হলো বহুদিন পর খুঁজে পাই!
নিপুণ ভাষার কাজে খচিত হৃদয়
সুনিবির বাঁধনে জড়ানোর অভয়!


কথা দাও দুটি মন রবে পাশাপাশি
চিরদিন রবে এই ভালোবাসাবাসি!
টাকা-কড়ি ধন-জন পরিচিতি নয়
পরিচয়ে সেই বড়, মহান হৃদয়!
যার বুক প্রেম-প্রীতি ভালোবাসা ভরা
সেই তো মানুষ খাঁটি বিধাতার গড়া!
আরো কাছাকাছি হোক আমাদের হৃদ
এই কামনায় ইতি- শ.ম. শহীদ!
__________________________
# ১০ জানুয়ারী ১৯৮৮, জাতীয় সংসদ ভবন, শেরে বাংলা নগর, ঢাকা।