: চৈত্রের ঝাঁঝাঁলো দুপুরটা নিবে কেনো?
সোনা রঙ মাখা বিকেলটা নাও!
গোধূলী আঁকা সন্ধ্যাটাও নিতে পারো;
নিতে পারো জোনাক-জ্বলা নীরব রাত্রি!
অথবা-
সূর্য ওঠা সোনালী সকালটা!


দুরন্ত ছুটে চলা নদীটার-
শুধু পাড়ভাঙা উম্মাদনা!
সেটা কেন চাইলে? তারচে ভালো নয়-
কাকচোক্ষু জলের শান্ত পুকুর?
অথবা শাপলা ফোটা ঝিল, হংস-মিথুন?


তুমি ঝড় নিওনা! সেতো ধ্বংসবহ!
শুধু বৃষ্টি নাও! নিতে পারো শরতের-
শুভ্র মেঘসহ সুনীল আকাশটাও!
সাথে বুক জুড়ানো দক্ষিনা মলয়!


:  না.. না... না....
আমার ঝড় চাই!
চাই চৈত্রের ঝাঁঝাঁলো দুপুর;
ছুটে চলা দুরন্ত নদীটাও!


আমি মুজিব হতে চাই!
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান!


_________________________
# ০৩ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।