এইতো আমার সোনার স্বদেশ
যার তুলনা নেই,
এই দেশেতে স্বাধীন তুমি-
জন্ম নিলে যেই!


এই যে নদী, ঐ যে আকাশ
সাদা মেঘের সারি,
স্বাধীন সবাই। ইচ্ছে মতন-
দাও যেদিকে পাড়ি!


পাখির কুজন, ফুলের সুবাস
যেমন খুশী লোটো
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায়-
রঙিন হয়ে ফোটো!


হতে পারো ঝিলের জলে-
ডাহুক বকের দল;
হংস হয়ে করতে পারো
মধুর কোলাহল!


ইচ্ছে হলে দূর আকাশে-
মেলতে পারো ডানা;
স্বাধীন তুমি হারিয়ে যেতে
নেইকো তোমার মানা!


________________________
# ০৭ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।