তিন কাল চলে গেছে. এক কাল বাকি!
পশ্চাতে চেয়ে দেখি. সব ছিলো ফাঁকি!
স্বামী-স্ত্রী সংসার,
ছেলেমেয়ে অধিকার,
সবকিছু স্মৃতি আজ, বুকে লয়ে থাকি!


চোখ গলে,জ্বলে নাতো তাতে কোন আশা!
মুখ ফুটে বলবারও নেই কোন ভাষা!
ভাঙনের কিনারায়-
রাত কাটে, দিন যায়!
ধূ-ধূ মরিচিকা সব প্রেম-ভালোবাসা!


____________________
# ২০ ফেব্রুয়ারী ২০১৬, লালমনিরহাট।


প্রকাশ : দৈনিক ভোরের দর্পণ / দর্পণ সাময়িকী / ১০.০৯/২০২২
https://ebhorerdarpan.com/epaper/edition/816/september/page/7