সব শিশুরই প্রিয়-মায়ের কোল!
সব শিশুরই প্রিয় মায়ের বোল!
মায়ের কোলে,
মায়ের বোলে-
শুরু জীবন চলা।
অথচ সেই মায়ের ভাষায়-
বন্ধ কথা বলা!


যায় কী মানা এমন দাবী?
ঠোটে-ঠোটে তালা-চাবী!
প্রাণের আশা
প্রাণের ভাষা
থাকবে শুধু বুকে!
উর্দূ হবে রাষ্ট্রভাষা-
থাকবে সবার মুখে!


আন্দোলনে নামলো রফিক
বরকত, সালাম, জব্বার, শফিক
বললো সবে-
“বাঙলা হবে-
এই রাষ্ট্রের ভাষা!”
ন্যায্য দাবী, তবু বিপদ
ঘটে সর্বনাশা!


কেড়ে নিতে মুখের বুলি
পাক-হানাদার চালায় গুলি
পথের ‘পরে
রক্ত ঝরে!
স্বাক্ষী এখন তারই
পঞ্জিকাটায় রক্তে লেখা
২১ ফেব্রুয়ারি!