যেটা হওয়া উচিত নয়, তবু হয়...হয়ে যায়!
ন্যুব্জ দেহ, ঝাপসা চোখ-ক্লান্ত মন-
একাকী অন্ধকারে দাঁড়িয়ে-
শেষ ট্রেনের অপেক্ষা!


দিগন্তের গাঢ় নীল, সাদা মেঘ, উড়ে যাওয়া শংখচিল,
বয়ে চলা নদী, পালতোলা নৌকো, বর্ণিল মাছরাঙা,
তারা কেউ আর ডাকেনা...
...কেউ না!


অঘ্রাণের সোনালী ধানের শীষ, গংগাফড়িং,
সবুজ ঘাসের ডগায়-জমে থাকা শিশির,
শান্ত ঝিলের জলে হংস মিথুনের-
দুরন্ত জলকেলি
তারাও না!


দূরের পাহাড়, মাঠ, প্রান্তর, অরণ্য ছায়া, বুনোফুল
কৃষ্ণচূড়া, কাশবন, খয়েরী শালিক,
এমন কি- বছরের প্রথম বৃষ্টি
সেও না!


গোধূলীর রঙ মেখে ক্লান্ত বিহঙ্গের নীড়ে ফেরা,
জোনাকীর নিয়ন আলো, দ্বাদশীর চাঁদ,
অযুত তারার মিছিল,
রজনীগন্ধা,
কেউ না!


এখন শুধু কাংখিত ট্রেনের অপেক্ষা, অপেক্ষা
আর অপেক্ষা! তারপর....হারিয়ে যাওয়া
দূরে... বহুদূরে...গভীর অন্ধকারে...
একাকী!
______________________
রচনাকাল : ২২ ফেব্রুয়ারী, লালমনিরহাট।


প্রকাশ : দৈনিক ভোরের দর্পণ / দর্পণ সাময়িকী / ১০.০৯/২০২২
https://ebhorerdarpan.com/epaper/edition/816/september/page/7