আস্তে চালান গাড়ি-রে গাড়িয়াল-
ধীরে চালান গাড়ি;
ভাঙ্গি যায় মোর বুকের পাঞ্জর-
ছাড়তে বাপের বাড়ি-রে...
আস্তে ধীরে চালান গাড়ি-রে...


ওরে...
মাও কান্দে মোর উথাল-পাথাল
বাপের ফাটে হিয়া,
শিশুকালে দূরের দেশৎ
মোকে দিছে বিয়া-রে...
আস্তে ধীরে চালান গাড়ি-রে...


ওরে...
নারীর জীবন এমন জীবন
বিধির হাতোৎ গড়া,
আপন মানুষ পর করা খায়
পরকে আপন করা-রে...
আস্তে ধীরে চালান গাড়ি-রে...


___________________
২২ মার্চ ১৯৯৪, লালমনিরহাট।