ভালোবাসি বলতেই কেউ- তুমি হলে জল!
নিলেনা তার মনের খবর, সত্যি নাকি ছল!
ভালোবাসা
সুখের বাসা
মনের আশা
বুকের ভাষা
হতে পারে স্বার্থ লোটার এটাও কৌশল!!


ভালোবাসি এমন কথা বলতে সবাই পারে!
মনের দামে মন যদি হয় মনটা দিও তারে!
                                    নইরে পরে
                                    আপন ঘরে
                                    দিন দুপুরে
                                    ভিন্ন   সুরে
বইতে পারে দুঃখ নদীর উথাল-পাতাল ঢল!


___________________________
মূল রচনা : ২৬ জুলাই ২০০০, লালমনিরহাট।
পুনঃ লিখন : ০১ মার্চ ২০১৬, লালমনিরহাট।