কী রে চন্দন!কেমন আছিস? কতদিন পর দেখা!
বিয়ে-সাদী করেছিস কি? নাকি আছিস একা?
এখনও কি কবিতা লেখিস- মৌটুসীকে নিয়ে?
আচ্ছারে ‘ও’ কেমন আছে? কই হয়েছে বিয়ে?
কী রে চন্দন! কী দেখছিস? আমায় গেছিস ভুলে?
খুনসুটি হত তোর সাথে যে ভেবে দেখ্ ইশকুলে!
আ-রে হাদা এখনও গাধা...! আগের মতই তুই!
আমি হলাম সেই জেসমিন, যাকে ডাকতিস্ জুঁই!
কী রে চন্দন? কথা  ক’বি না? কী হয়েছে তোর?
হা করে আছিস! মনে হয় যেন- কাঁটছেই না ঘোর?


আপনি শুধু বলছেন কথা। সুযোগ পেলাম কই!
এবার তবে শুনুন ম্যাডাম... আমি “চন্দন” নই !


হায় আল্লাহ্! বলিস কী রে? আমার চেনায় ভুল?
এইতো তোর মাথায় আছে কোকড়ানো সেই চুল!
সবার সিথি বা-দিকে হয়, তোরটা ছিল ডানে!
আজো আছে তবু আমায় লুকাচ্ছিস! কী মানে?
আচ্ছা এবার জামাটা খোল্ পিঠখানা তোর দেখি
একটা কালো দাগ যে ছিলো, মুছে গেছে সেকি?


-ছি  ছি  ছি! বলছেন কি? লজ্জাতে যাই মরে!
জামা খুলে পিঠ দেখাবো তা’ হবে কী করে?
                   (সংক্ষেপিত)
________________________  
# ০২ মার্চ ২০১৬, লালমনিরহাট।