বললো টুসী-“কে তোমরা, লুকিয়ে আছো মুখ?
অন্ধকারে ভয়ে আমার যাচ্ছে ভেঙ্গে বুক!
পরীর রানী! পরীর রানী! বাঁচাও আমায় বাঁচাও!”
আড়াল থেকে বললো তারা-“পাঁবেনা আঁর যাঁ চাঁও!
মাঁমদো ভূঁতের ছাঁনা মোঁরা এঁটা মোঁদের বাঁড়ি
এঁইখাঁনেতে পাঁ দিঁয়েছো আঁর কীঁ তোঁমায় ছাঁড়ি!”


ভয় তরাশে টুসীর তখন কান্নার আছে বাকি-
এমন সময়- “ওঠ্ মা-মনি!” মায়ের ডাকাডাকি।
চোখ মেলতে সকল আঁধার কোথায় গেলো টুটি!
সকালের রোদ ঘরে এসে খাচ্ছে লুটোপুটি!


                         (শেষ)


রচনাকাল : ২ জানুয়ারী ১৯৮৭, নাখালপাড়া, তেজগাঁও ঢাকা।