কে যায়?
চাঁদের তরণী বেয়ে__জোসনা ধারায় নেয়ে-
সাহসীনি চঞ্চলা পায়!
তার হাতে কাঁকন বাজে রিনিঝিরি রিনিঝিনি
                          কে গো সখি বিদেশীনী?
দখিনা সমীর সুধায়||
-কে যায়?


তার শিশির সলিলে ভেজা আলতা চরন,
হেরি মেঘের মিনার যেনো চুলেরও ধরণ,
তার সাপের বেনুনী দোলে-
মাধবী লতায়||
-কে যায়?


তার চপল হরিণ চোখে কাজলও আঁকা,
হেরি পদ্মের আবীর যেনো অধরে মাখা,
তার হলুদ শাড়ির আঁচল-
বাতাসে উড়ায়||
-কে যায়?
___________________
# ০৯/০২/১৯৯৭, তাইপে, তাইওয়ান।