আমি-
কেমন আছি, কতো সুখে,কোন পিরিতি লইয়া বুকে,
              উজানে নাও বাইছি নিরন্তর;
কী পাষানে বাইন্ধা হিয়া, রইলা বন্ধু দূরে গিয়া,
            একবার আইসা লইলানা খবর;
               আমারে দুষিলা জীবনভর।
দোষের বোঝা মাথায় লইয়া,জীবন আমার গেলো বইয়া,
          যৌবন গাঙ্গে জাগলো বালুরচর;
             আমারে দুষিলা জীবনভর||


আশায় আশায় কাটলো বেলা,ভাঙ্গলোনা এই ভুলের খেলা,
            আশার মুখে দিলা কেবল ছাই;
হায় পিরিতির এমন জ্বালা, বাহির সুন্দর ভিতর কালা,
            এই পিরিতি আগে বুঝি নাই;
এখন বুঝি হাড়ে হাড়ে, কেন ভালো-বাসলাম তারে,
          কেনবা চাইলাম বান্ধি সুখের ঘর;
             আমারে দুষিলা জীবনভর||


একবার আইসা দেখতা যদি, উথাল-পাথাল কষ্টের নদী,
             কেমন করে বইছে কলকল্;
চোখে ছিলো স্বপন যতো, বুঝিগো এই জনমের মতো,
           সবই আমার হইয়াছে বিফল;
তবুও যে আশায় থাকি, উড়ে যদি আসে পাখি,
           সোনার শিকল দিবো পায়েরপর;
              আমারে দুষিলা জীবনভর||