দেশটা গেলো রসাতলে-
এমন কথা সবাই বলে
কেন গেল-
খোঁজেন না কেউ কারণ!


কারণ আছে সবার জানা,
মুখে সেটা বলতে মানা,
কেন না তা-
করছি নিজেই ধারণ!


প্রসঙ্গটা তুলছি দাদার
ছিলেন বড় গুণের আধার
মঞ্চে উঠে-
সে সব স্মৃতি-চারণ!


চ্যানেল দখল রাত্রি বেলা
নরম-গরম কথার খেলা
চাপার জোরে-
হাতি-ঘোড়া মারণ!


অবস্থাটা সবার এক-ই
রঙিন কাঁচে জগৎ দেখি,
চশমা খোলায়-
আছে গুরুর বারণ!


=======================
প্রকাশিত : ২৬-১২-২০২১ ইং, সময়ের ছড়া
দৈনিক আমাদের সময়, ঢাকা।


লিঙ্ক : https://epaper.dainikamadershomoy.com/2021/12/26/page-08