বলনা সখি বল-
ভালোবাসার মাখামাখি
সবই কী তোর ছল?
তবে.. কেনো মুখ লুকিয়ে-
ফেলিস চোখের জল?


আমায় করে পর-
মানলাম, তুই খুঁজে পেলি-
অনেক ভালো বর;
তাতেই কী তোর বাঁধা হবে-
শান্তি-সুখের ঘর?


সুখ এতোই সোজা?
মনের ঘোড়া দৌড়ে যদি-
নিয়ে স্মৃতির বোঝা
সারাজীবন কেটে যাবে-
শেষ হবেনা খোঁজা!


________________
রচনা : ১৬ মার্চ ১৯৮৭, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
সম্পাদনা : ২৮ মার্চ ২০১৬, লালমনিরহাট।