চোখ বুজলেই দেখি আমি__বীরঙ্গনা মাকে,
আমার বীরঙ্গনা মাকে!
একাত্তরে নর-পিচাশ__ক্ষত করেছে যাঁকে|


আমি তখন অবুঝ শিশু,__বয়স মোটে চার,
বুকেই ছিলাম মার!
ওরা যখন ধরলো মাকে, করেছি চিৎকার...!


আমায় ছুড়ে ফেললো দূরে, মাটি-কাঁদা-জল,
পাঁচ শুয়োরের দল!
আমার মায়ের আব্রু কেড়ে বাধায় কোলাহল|


একের পর এক! সেসব কথা কেমন করে লেখি?
আহা দূর্ঘটনা সেকি!
চোখ বুজলে আজও আমি__মাকেই শুধু দেখি|


_____________________
# ১৬ ডিসেম্বর ১৯৯১, লালমনিরহাট।