চন্দ্রাবতী-
জানো নাকি-
            চন্দ্র তোমার কই?
এতো দিনের ভালোবাসা;
কই বেঁধেছে সুখের বাসা?
খোঁজ রাখোনা তুমি কিছুর-
ভেবে অবাক হই!


এখন-
নেই কী তোমার ভালোবাসার
            আগের মতো মন?


চন্দ্রাবতী-
সেই যে সেবার-
            অঙ্কে পেলাম ‘নয়’!
পরীক্ষাটাই হয়নি ভালো;
তবু তোমার স্বর জোড়ালো!
স্যারকে দিলে চ্যালেঞ্জ ছুড়ে
আকুতো-নির্ভয়!


শেষে-
আমায় নিয়ে তোমার অহং
            ধূলির সাথে মেশে!


______________________  
২০ এপ্রিল ২০১৬, লালমনিরহাট।