আলতাপাটি নালতাপাটি
পান খেয়ে ঠোট লাল;
বগলতলে বালিশ চেঁপে-
হুজুর এতো কাল-
বেশতো ছিলেন আয়েশে!
সকাল-বিকাল ভৃত্য ডেকে
তেল মাখাতেন গায়ে সে!


কিন্তু সেদিন মধ্য রাতে-
খবর এলো কি যে-
তেলের শিশি নিয়ে হুজুর-
ঢাকায় ছোটেন নিজে!
তার উপরে আছেন যিনি
তেল মাখাবেন তাকে তিনি
নিজের ঘামে ভিজে!!