শোন সুমা_দিলাম চুমা
তোমার দুটি ঠোঁটে,
নিত্য দেখা_হাসির রেখা
যেথায় দারুণ ফোটে!


বলছি খুলে_তোমার চুলে
মেঘের ছায়া ঢাকা,
স্বপ্নালোকে_কাজল চোখে
বিশ্ব আমার আঁকা!


অনেক আশা_ভালোবাসা
রঙিন আলোর দীপ!
ভ্রুর ফাঁকে_ যখন থাকে
ছোট্ট কোন টিপ!


মিষ্টি ভারি_আকাশ শাড়ি
বাতাস করে খেলা,
গোধূলী ক্ষণ_উদাসী মন
ভাসুক সুখের ভেলা!


___________________________
জ্ঞাতার্থে : আমার স্ত্রীর নাম 'সাবিনা ইয়ানমিন', আমাদের বিয়ে হয় ১৮ জুন ১৯৯৫ সালে। ছড়াটি তাকে নিয়ে লেখা! অন্ত্যমিলের কারণে নামটি 'সুমা' করেছি।


# ০৯ আগষ্ট ১৯৯৫, লালমনিরহাট।