পাতি লেবুর নাতি
মাথায় দিয়ে ছাতি
রাত দুপুরে বনের ভিতর-
খেলছে চড়ুইভাতি!


জানিস কারা সাথী?
পাঁচটি বুনো হাতি!
আরো আছে বাঘ-ভাল্লুক,
হরিণ নানা জাতি!


ঢুলু ঢুলু আঁখি-
বনের সকল পাখি
মধ্য রাতে আপন স্বরে-
করছে ডাকাডাকি!


দশ-বারোটা বাঁদর
বলছে-‘সাদর! সাদর!
আসুন সবাই! বসুন সবাই!
ঐ তো ঘাসের চাদর!’


ভীষণ মাতামাতি
ভোর হয়ে যায় রাতি
বনের ভিতর চাঁদের আলোয়-
চলছে চড়ুইভাতি!


___________________
০২ মে ২০১৬, লালমনিরহাট।