মুক্ত প্রকৃতির শ্যামল প্রান্তরে-
বিবস্ত্র দাঁড়িয়ে সোনারোদ গায়ে মাখার
নিমগ্ন সাধক আমি!


চারদিকে-
কেউ নেই, কিছু নেই, শুধু রুদ্ধ দু’চোখে-
স্বীয় রক্ত কনিকা-প্রভা! ঘন লাল।
অনুভবের দরজায়- আমার পূর্বপুরুষেরা,
যাঁদের রক্তস্নাত মাটিতে নির্ভয়,
অলীক বাসনালব্দ চরণ যুগল পাতা।


কখন যে-
দু'পা বেয়ে একঝাক সুয়োপোকা-
উঠে এসেছে হাটুতে, হাটু থেকে কোমড়,
কোমড় থেকে বক্ষাব্দি-টেরই পাইনি!


ওরা সবাই-
আমার মস্তিষ্কে পৌছার অপেক্ষায়,
এক দুরন্ত মিছিলে সামিল!
হঠাৎ বাতাসে গর্জন আমার পিতার
চিরচেনা কন্ঠস্বর-
“আমি শেখ মুজিব বলছি!
একটা ঝাঁকুনী দে রে বাঙাল! একটা ঝাঁকুনী দে!”
____________________________
০৮/০৫/২০১৬, লালমনিরহাট।