এক ফাগুনে তুমি এসেছিলে
আর এক ফাগুনে নিয়েছো বিদায়
রেখে গেছো শুধু স্মৃতিটুকু ওগো
কেবলই কাঁদাতে আমায়!


যতো ভাবি ভুলে যাবো পুরোনো তিথি
তবুও যায়না ভোলা।
গহনও হৃদয় মাঝে সেই সে স্মৃতি
প্রতিক্ষণ দেয় যে দোলা।
এভাবে বেঁচে থাকা যায় কী বলো
সকলই যদি গো হারায়।


কি এমন প্রয়োজন ছিল গো তোমার
আমাকে দুঃখ দেবার!
এজীবন ঘিরে ছিলো  যতো হাসি গান
সকলই কেড়ে নেবার!
তবুও কি সুখি হতে পেরেছো তুমি
নাকি বুক ভরেছে ব্যথায়?