রোদ্দু ঠা-ঠা,
খাবেন মাঠা,
পাঠান বাড়ির ছেলে!
পা-সুড় সুড়,
ধা-কুর কুর,
সামনে বাড়ো ঠেলে!


ঠ্যালার চোটে-
মুখে ফোটে-
নিত্য নতুন কথা!
গায়ের জোরে,
চতুর ঘোরে,
বোকার নিরবতা!


সময় মতো-
সারুন ক্ষত,
বিগড়ে যাবার আগে!
নইলে পরে,
আপন ঘরে,
আগুন যদি লাগে!


লাগুক আগুন,
পুড়ুক ফাগুন,
গরম এখন মাথা!
দু’চোখ ঘোলা,
হিসেব খোলা,
সেই পুরাতন খাতা!


খাতায় দেখা,
স্পষ্ট লেখা,
পোদ্দারীটা কার!
আপনি রাজা,
খাবেন ভাজা,
আমরা পাতি ঘাড়!


ঘাড়টা পেতে,
উঠছি মেতে,
শরীর ভিজাই ঘামে!
নিজের হাতে-
দুধে-ভাতে,
আপনি বেজায় চামে!


চাম ফুরোবে,
ঘাম জুড়োবে,
বদলে যাবে দিন!
আঁধার টুটে,
আলো ফুটে-
হবোই যে রঙিন!!
_________________
০৬ জুন ২০১৬, লালমনিরহাট।