জীবন মানে স্রোতের টানে
দুঃখ-সুখের ভেলা,
জীবন মানে মেঘ-রোদ্দুর
আলো ছায়ার খেলা।


জীবন মানে মধুর গানে-
হঠাৎ বেসুর বাঁশি,
জীবন মানে রাতের আকাশ
অযুত তারার হাসি।


জীবন মানে প্রাণে প্রাণে-
স্বপ্ন একে যাওয়া,
জীবন মানে এগিয়ে চলা
এবং চাওয়া-পাওয়া।


জীবন মানে ফুলের ঘ্রাণে-
নতুন প্রাণের কথা,
জীবন মানে দিনের সরব
রাতের নিরবতা।


জীবন মানে মোহের পানে-
দুরন্ত সেই গতি,
জীবন মানে হিসেব-নিকেশ
পূরণ এবং ক্ষতি।


_________________
# ১৩ জুন ২০১৬, লালমনিরহাট।