স্মৃতির দোলা  আত্ম-ভোলা
মনটা উদাস পাখি,
একলা ঘরে  কেমন করে
বলনারে ভাই থাকি?


ঐযে সবুজ  বড়ই অবুঝ
হাত বাড়িয়ে ডাকে,
বুলবুলি মন  বোঝেনা ক্ষণ
লুকায় পাতার ফাঁকে।


ঝাঁ ঝাঁ দুপুর  সুরের নুপূর
তমাল শাখায় বাজে,
ওসব রেখে  বন্দী থেকে
আমার কী ভাই সাজে?


মায়ের শাসন  যেমন ভাষণ
‘বড্ডরে তুই বোকা,
বিকেল বেলা  খেলবি খেলা
এখন ঘুমো খোকা!’
______________
# ১৬ জুন ২০১৬, লালমনিরহাট।