কই দেখা যায় তালগাছ?
কই মামাদের বাড়ী?
এইখানে- যে তিস্তা নদী-
দুঃখ সারি সারি!
ফি’-বছরে বানের জলে-
মাঠেরফসল যাচ্ছে তলে!
অভাব যেমন স্বভাব রূপী,
সুখের সাথে আড়ি!


বান বোঝেনা আষাঢ়-শ্রাবণ
অঘ্রাণে দেয় হানা,
বানের কেনো বাড়াবাড়ি-
সবার তো মা জানা!
তবু তো কেউ হইনা চেতন!
অধিকারের কোথায় কেতন?
সময় মতো পাইনা তো জল,
দুখের বোঝাই টানা!