অল্প বিদ্যে ভয়ঙ্করী
আমি-ই  ভয়ঙ্কর!
করতে পারি যা-খুশী তাই
নেইকো প্রাণে ডর!


তুমি না হয় ভার্সিটি পাশ
বয়সে তো ছোট!
‘স্যার’ বলিনি বলেই কেনো
গর্জে অতো ওঠো?


ক-বোঝাতে ‘কলিকাতা’
সেটা তোমার কাছে।
ক-বলতে ‘কলার কাঁধি’-
আমার জানা আছে!


তুমি যদি তোমার মতো
আমার মতো আমি,
জ্ঞান-বিচারে নিজের কাছে
নিজে নই কমদামী!