কাকের মন্ত্র গণতন্ত্র
চতুরে খায় বেঁটে,
মুর্খ যারা অসার তারা
স্বার্থ খোঁজে ঘেঁটে!


ঘাঁটার চোটে গন্ধ ওঠে
রাজ্য জুড়ে কাঁ-কাঁ,
লম্ফ-ঝম্ফ ভূমিকম্প-
কাজের কাজে ফাঁকা!


###
ফাঁকা পেয়ে বাড়ছে ধেয়ে
জমিনে পরগাছা,
যতোই বাড়ো রক্ষা কারো
থাকবে নাকো বাছা!


ভাবছো কী তা? নেইকো পিতা,
রক্ষা করেন কে যে!
হাতের কাছে যার যা আছে
তাই নিয়ে রই সেজে!


সময় মতো সারবো ক্ষত
নিড়িয়ে নিবো ভূঁই,
দেখবো আহা হাসছে হা হা
শাপলা, গোলাপ, যুঁই!