অপথে নিত্য_রচেছি বৃত্ত
খুঁজিনি পাপ আর পূণ্য,
এখন দেখি_সবই যে মেকি
দু'খানা হাত-ই শূন্য।


তাই চেষ্টায়_করি শেষটায়
গড়ি মসজিদ, মন্দির
স্রোষ্টা কী জানে_সৃষ্টির মনে
দায়-মুক্তি ফন্দির?


ফন্দি ফিকির_চলুক জিকির
উপকারী হই সত্য,
ভবের খাতায়_পাতায় পাতায়
রাখি জীবনের তথ্য!