ঝরেছে রক্ত।
    ভিজেছে তক্ত।
        তবুও শক্ত-
            করেছি মন!


তুলিনি দাগ।
    হইনি ভাগ।
        বলিনি থাক-
            এই যে রণ।


ভিজিনি তেলে।
    গিয়েছি জেলে।
        হারিনি খেলে।
            টুটিনি পণ!


আদর্শ বুকে,
    শ্লোগান মুখে,
        দিয়েছি রুখে-
            দুঃশাসন!


যইনি বিপথে।
    পিতার মতের,
        রইবো পথে-
            আমরণ।