সবাই কৃতজ্ঞ হতে পারেনা পিতা,
কৃতজ্ঞতা যে সবার মাঝে থাকেনা।
কেউ কেউ দেশপ্রেমিক হয়,
কিন্তু সবাই হতে পারেনা।
যদি তাই হতো....
জন্ম হতোনা
মীরজাফর,জগৎশেঠ,উর্মিচাদ,রাজবল্লভের মতো
বিশ্বাস ঘাতকের!
জন্ম হতোনা গোলাম আজম,নিজামী,সাইদী কিংবা-
সালাউদ্দিন কাদেরের মতো-
রাজাকার,
          আল-বদর
                     আল-সামসদের।
ওদের কোন পিতৃ-পরিচয় নেই, ছিলোনা কোনকালে।
ওরা কোন মায়ের গর্ভজাত সন্তান নয়,
ওরা ছদ্মবেশী বেঈমান।
ওরা স্বয়ং ইবলিশের কায়া, ইতিহাসের কলঙ্ক ওরা।


যে যাই বলুক পিতা, যে যাই ভাবুক,
আমার কিচ্ছু আসে যায়না, কিচ্ছু না...
আমি জানি, আপনি... আমার অস্তিত্ব
আমার পরিচয়,
                আমার দম্ভ,
                            আমার অহংকার।
আপনি না হলে রক্ত-মাংসের এই আমি-
বিস্তৃর্ণ সবুজের প্রান্তরে দাঁড়িয়ে আজ
গ্রীবা উচু করে-
মুক্ত বায়ূতে নিশ্বাস টেনে বলতে পারতামনা-
"আমি বাঙালী,
               বাঙলা আমার মাতৃভাষা,
                                        এদেশ আমার,
সর্বপরি আমি একজন স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশী"!