আজ বাগিচায় ফুল ফোটেনি
পাখিরা গায়নি গান
আজ নদীতে জোয়ার আসেনি
থেমে গেছে কলতান!


আজ আকাশে মেঘের চাদর
ঢেকে গেছে সব নীল
আজ সাগরের ঢেউ ভাঙেনি,
ওড়েনিতো গাংচিল!


আজকে রাখাল যায়নি মাঠে
বাজেনি মধুর বাঁশি,
আজ ফোটেনি সবুজ ঘাসে-
শিশির কণার হাসি!


আজ প্রভাতে বাতাস এনেছে
সেই রক্তের ঘ্রাণ
আজ আমাকে অনাথ করেছে
কয়েকটি শয়তান।