ইশ্বর!
কোথায় তুমি থাকো বলো
কোথায় তোমার ঘর?


সৃষ্টি করে মহা-বিশ্ব
আমারে বানালে শিষ্য
তবুও... থেকে অদৃশ্য
খেলছো খেলা নিরন্তর!


পাপ-পূণ্যের দু'টি ধারা
কোনটা বলো তুমি ছাড়া
এমন প্রশ্ন করছে তাড়া
কে দেবে গো তার উত্তর?


তুমি হলে মনের মাঝি
আমার সকল কাজের কাজী
ভাবছি যদি না হও রাজি
থাকছে নাতো একেশ্বর!