থামিয়ে দিতে চাইছো যদি গান
হনন করতে চাইছো যদি প্রাণ
একবার ভাবো-
তুমি কি পেলে? আমি কি পাবো?
আমার এ জীবন
দিয়েছেন বিধাতা, নাকি তুমি সেটা-
করেছিলে দান?


দান যদি নাইবা তোমার,
নিবে কেড়ে কিসে অধিকার?


পাটা আর পুতো (শিল আর নোড়া)
পরস্পরেই গুঁতো (দুই জনে তোরা)
আমি কেন  হতে যাবো ফাকি?
মানুষ যদি তুমিও ভাবো একবার
মানবতা তা কী?


যুদ্ধ খেলা নয়, চলুক বৈঠকে কথা
চৈতন্যে পথে আসুক সমঝতা!
---------/////------