খাটের উপর শুয়েই ছিলাম
হঠাৎ কে যে সামনে এসে-
বললো আমায় ফিসফিসিয়ে
“যাবে নাকি আজব দেশে?”


“হা” বলতেই হাওয়ার সাথে
সে আর আমি গেলাম মিশে,
চলছি কোথায় তাও জানিনা
পূব-পশ্চিম কোনটা দিশে!


একটা সবুজ বন পেরিয়ে-
পেলুম সাদা মেঘের সারি,
বললো সাথী “লাগছে কেমন?
যাই চলো যাই চাঁদের বাড়ি!


সেথায় আছে আলোর পুকুর-
জ্বীন-পরীরা সাঁতার কাঁটে,
ইচ্ছে হলে নাইবে তুমি-
সান বাঁধানো রুপোর ঘাটে!


জলের তলায় রাজার প্রাসাদ
চাঁদ কুমারী রাজার মেয়ে,
দেখবে কেমন ছলকে খুশী
ঐ মেয়েটির তোমায় পেয়ে!”


ঠিক তখনই একটি যেনো-
দৈত্য এসে সামনে দাঁড়ায়,
“মানব ছানার মটকাবো ঘাড়”
নাগাল পেতে হাতটা বাড়ায়!


ধরতে যেনো না পায় আমায়
তাই পিছনে গেলাম সরে,
ধাক্কা খেলাম কিসের সাথে?
চোখ ফেরাতেই-নিজের ঘরে!


০৭/১০/২০১৬, লালমনিরহাট।