তোর কারণে-
ভোরটা আমার বৃথাই গেলো
বৃথাই গেলো-
সকাল বেলার সব আয়োজন!


হয়নি স্নান-
ফুল তোলা আর পুঁজোয় বসা,
তোর কারণে-
উদাসীনি সারাটা ক্ষণ!


তোর কারণে-
কাটলো দুপুর একা একা,
কতোই স্মৃতি-
মনের কোণে তুলেছে ঝড়;


সন্ধ্যে হলো-
পথের পানে চেয়ে চেয়ে,
তোর কারণে-
ভাঙলো আমার সাজানো ঘর!